বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০১:১৮ অপরাহ্ন
দৈনিক প্রত্যয় ডেস্কঃ চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভাইরাস করোনার তাণ্ডব চলছেই। দিনকে দিন অজানা এই ভাইরাসে বাড়ছে সংক্রমণ। আজ বুধবার (৮ জুলাই) এ প্রতিবেদন লেখা পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী এখন পর্যন্ত সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ১৯ লাখ ৫০ হাজার ৪৪ জনে।
করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
করোনায় সংক্রমণের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৩০ লাখ ৯৭ হাজার ৮৪ জন।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ১৬ লাখ ৭৪ হাজার ৬৫৫ জন করোনায় সংক্রমিত হয়েছেন।
রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট ৭ লাখ ৪৩ হাজার ৪৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণ হয়েছেন ৬ লাখ ৯৪ হাজার ২৩০ জন।
সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৮ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
সূত্র: ওয়ার্ল্ডোমিটার
ডিপিআর/ জাহিরুল মিলন