সিলেট সংবাদদাতা : সিলেট বিভাগের চার জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ইতোমধ্যে এই ভাইরাসের ছোবলে বিভাগের চার জেলায় ৯৫ জনের প্রাণ ঝরেছে। এদিকে সিলেট বিভাগের চার জেলায় ৫ হাজার ৫৭৩ জনের দেহে শনাক্ত হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। আর এই ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ৪৮ জন। সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় কর্তৃক বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো করোনা পরিস্থিতির আপডেট (আরও তথ্যসহ) থেকে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, গত ৫ এপ্রিল সিলেট বিভাগে প্রথম করোনা রোগী শনাক্তের পর প্রতিদিন বাড়ছে এ ভাইরাসে সংক্রমণের হার। সর্বশেষ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সিলেট বিভাগে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৫৭৩ জন। এর মধ্যে বেশিরভাগ সংক্রমিত হয়েছে সিলেট জেলার বাসিন্দারা। এ জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৯৬৭ জন। এই ভাইরাসে সিলেট জেলায় মৃত্যুর সংখ্যাও অন্য তিন জেলাকে ছাড়িয়ে গেছে। এ জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৭৪ জন। চার জেলায় হাসপাতালে ভর্তি আছে ২৪১ জন।
সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন সূত্র আরও জানায়, সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফেরা ২ হাজার ৪৮ জনের মধ্যে সিলেট জেলায় ৬১৭, সুনামগঞ্জে ৭৭৫, হবিগঞ্জে ৩৩৭ এবং মৌলভীবাজারে ৩১৯ জন। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছে ৯০ জন। এর মধ্যে সিলেটে ৭১, মৌলভীবাজারে ৭, সুনামগঞ্জে ৮ এবং হবিগঞ্জে ৬ জন।