নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি আব্দুল জব্বার সুজন এর মাতা- শামীম আক্তার ইন্তেকাল করেছেন (ইন্না
লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার মধ্যরাত ১২.১৭মিনিটে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই ২০) দুপুরে রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো
হয়।
বিজ্ঞপ্তিতে আব্দুল জব্বার সুজন এর মাতার মৃত্যুতে বাংলাদেশ ছাত্রলীগ,রাঙামাটি পার্বত্য জেলা শাখা গভীর ভাবে শোকাহত জানিয়ে, মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়।
দীর্ঘদিন যাবৎ তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন। গত ৭ জুলাই বিকালে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে নেওয়া হলে আজ মধ্যরাতে চিকিৎিসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত্যুকালে তার বয়স ছিলো ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, মেয়ে ও ছেলেসহ অনেকআত্মীয় স্বজন ও গুণাহী রেখে গেছেন।