ওয়েব ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন হাতিয়ার জুলাই আন্দোলনের শহীদ রিজভী ও শহীদ রিটনের ভাইসহ এনসিপির হাতিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী শামছুল তিব্রিজ প্রমুখ।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর হান্নান মাসউদ বলেন, উন্নয়নশীল, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ হাতিয়া গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে হাতিয়ার জনগণের আশা ও গণতান্ত্রিক সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। শহীদদের ত্যাগ ও আত্মত্যাগকে পাথেয় করে হাতিয়ার ভবিষ্যৎ নির্মাণের এই ঐতিহাসিক যাত্রায় আমি আপনাদের দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
জানা গেছে, নোয়াখালী-৬ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের অন্তত এক ডজন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে বিএনপির প্রার্থী হিসেবে দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ একাধিক দলীয় ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
এর আগে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম-এর কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মাহবুবের রহমান শামীম বলেন, হাতিয়ার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। আমি নির্বাচিত হলে এই দ্বীপ উপজেলার উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করব। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের সরকার গঠনের লক্ষ্যে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করছে। হাতিয়ার মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের জন্যই আমি জনগণের কাছে এসেছি।
মনোনয়নপত্র দাখিলের সময় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্য সচিব হারুনর রশীদ আজাদসহ জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন।