হার্ভাড স্কুল অব পাবলিক হেলথের গবেষকরা বলেছেন, এককালীন লকডাউন কোভিড-১৯ মহামারী আকারে ছড়ানো প্রতিরোধ করতে পারবে না। হাসপাতালগুলোর ধারণক্ষমতা রক্ষার্থে ২০২২ সাল পর্যন্তই দফায় দফায় সামাজিক দুরুত্ব বজায় রাখতে হবে। সিএনএন
যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মুর্হুতে এই গবেষণা প্রকাশ করে হার্ভাড। হার্ভাড টিম জানায়, কোভিড-১৯ শীতকালীন মাসগুলোতে সাধারণ ঠাণ্ডা ও অন্যান্য ঠাণ্ডাজনিত উপসর্গের মতো হয়েই দেখা দিবে। তবে করোনা সর্ম্পকে অনেক কিছুই এখনো অজ্ঞাত। যেমন, করোনা প্রতিরোধে ঠিক কি পরিমান রোগ প্রতিরোধ ক্ষমতা প্রয়োজন এবং এটি কতদিন ধরে থাকবে। ফরচুন
গবেষক স্টিফেন কিসলাল বলেন, ‘আমরা গবেষণা করে দেখেছি যুক্তরাষ্ট্রে সার্স-কোভিড-২ এর মাত্রাতিরিক্ততা ঠেকানোর জন্য এককালীন সামাজিক দুরুত্ব অপর্যাপ্ত। করোনার চিকিৎসা ও ভ্যাকসিন সহজলভ্য হওয়া পর্যন্তই সামাজিক দুরুত্ব ও লকডাউন বজায় রাখতে হবে। এটি করলে হাসপাতালগুলোর ধারণক্ষমতার ওপর চাপ নিয়ন্ত্রণে রাখা যাবে।’
গবেষকদল আরো বলেন, প্রত্যেকের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী নিশ্চিত করার চাইতে সামাজিক দুরুত্বই বেশি কার্যকরী। এতে করে ভাইরাসের সক্ষমতা নিয়ন্ত্রণ করা যাবে।