বগুড়ার সংবাদদাতাঃ বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে বগুড়া পৌরসভা ও বগুড়া সদর উপজেলার অন্তর্গত এলাকাসমূহের মধ্য থেকে উল্লেখযোগ্য কয়েকটি এলাকায় গত ১৫ দিনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের পরিসংখ্যান জানানো হয়।
৩০/০৬/২০২০ থেকে ১৫/০৭/২০২০ পর্যন্তঃ
বামের সংখ্যাটি ৩০/০৬/২০২০ইং তারিখ পর্যন্ত রোগীর সংখ্যা, আর ডানের সংখ্যাটি আজ ১৫/০৭/২০২০ইং তারিখ পর্যন্ত রোগীর সংখ্যা।
চেলোপাড়া: ১০৩//১১৪,
নাটাইপাড়া+বউবাজার: ৫৫//১০২,
নারুলী+কৈপাড়া: ৮০//৯৩,
সুত্রাপুর: ৬২//৮৩,
ঠনঠনিয়া: ৬৯//১০০,
মালতীনগর:+বকশীবাজার: ৮০//১০২,
জলেশ্বরীতলা: ৭৬//৯২,
কলোনী+লতিফপুর: ৫১//৬৯,
বৃন্দাবনপাড়া: ৫০//৫৫,
চকসূত্রাপুর: ৩০//৩৮,
নিশিন্দারা: ৪৯//৫৮,
উপশহর: ৪৮//৬২,
কাটনারপাড়া: ৪৬//৫৫,
বাদুড়তলা: ৩৮//৫০,
কালীতলা: ২৬//৩০,
শিববাটী: ২৪//২৭,
ফুলবাড়ী: ৪৬//৬২,
নামাজগড়:২৪//৩৭,
মাটিডালি: ২৪//৩২,
মালগ্রাম: ২৩//৩৫,
বড়গোলা: ২৪//২৮,
পরবর্তীতে অন্যান্য এলাকাসমূহের পরিসংখ্যানও একইভাবে দ্রুততম সময়ের মধ্যে সংযোজন করে দেওয়া হবে।
বগুড়া পৌরসভা ও বগুড়া সদর উপজেলার অন্তর্গত এলাকাসমূহের জনসাধারণ কিছুটা দেরিতে হলেও তারা করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে বগুড়া জেলার স্বাস্থ্যবিভাগ সহ অন্যান্য জরুরী সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদেরকে সহযোগিতা করে চলেছেন।
বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ জনগণের উদ্যেশ্যে বলেন যে, “আমরা আশাবাদী, খুব শীঘ্রই আমরা সেই সুদিন দেখতে পারবো। নতুন সংক্রমণ শূণ্যে নামিয়ে আনার দিন পর্যন্ত আপনাদের কাছে আরেকটু সহযোগিতা আশা করছি।”