নেত্রকোনা সংবাদদাতা:পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে নকল প্রসাধনী তৈরি এবং বাজারজাতকরণে সক্রিয় একদল অসাধু ব্যবসায়ী।
গতকাল ১৫ জুলাই ২০২০ইং তারিখ নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা এলাকায় বিসিক শিল্পনগরীতে অবস্থিত জেড এন্ড এম কসমেটিকস লিঃ এ নকল প্রসাধনী বিশেষ করে কাবেরি, নেহা, কাশ্মিরি, সাত ভাই চম্পা নামক মেহেদি, পারফিউম, হ্যান্ড স্যানিটাইজার, আতরসহ প্রায় ২৬ ধরনের ভেজাল ও নকল পণ্য জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ধারা ২৫ গ অনুযায়ী মামলা দায়ের করে আটক করা হয়।
সন্ধ্যা হতে রাত ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেত্রকোণা সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) জনাব মোঃ এরশাদুল আহমদ মহোদয়ের নেতৃত্বে আরও ছিলেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নারায়ণ চন্দ্র বর্মন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ আলম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হক। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং তথ্য প্রদানসহ সার্বিক সহযোগিতা করেন RAB 14 এর কমান্ডিং দল, জেলা NSI এবং সদর মডেল থানা।