ফটিকছড়ি সংবাদদাতা:ফটিকছড়ির বিশিষ্ট রাজনীতিবিদ ও দানবীর প্রয়াত ডক্টর মাহমুদ হাসানের স্মৃতিতে মানবকল্যানে গড়িত ড.মাহমুদ হাসান ফাউন্ডেশন তাদের নিজস্ব মালিকানাধীন অ্যাম্বুলেন্স গাড়ি দিয়ে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দেবে। করোনাকাল পর্যন্ত চালকের বেতন জ্বালানি খরচসহ গাড়িটির যাবতীয় খরচ প্রদান করে এই সেবা চালিয়ে যাবে ফাউন্ডেশনটি। ফাউন্ডেশনের চেয়ারম্যান জেলা পরিষদের সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। শীঘ্রই এই সেবা প্রদানের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আনুষ্টনিকভাবে জানিয়ে গাড়িটি হস্তান্তর করবে ফাউন্ডেশনের পক্ষ থেকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন তাদের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে ছেন। তিনি বলেন, আমাদের লক্ষ্য করোনাকাল পরবর্তীতেও হাসপাতালটি ফটিকছড়িবাসীর যেন চিকিৎসা সেবা অব্যহত রাখতে পারে, তাই একটি স্থায়ী অ্যাম্বুলেন্স পাওয়া গেলে সুবিধা হতো। ড.মাহমুদ হাসান ফাউন্ডেশনের ফ্রি অ্যাম্বুলেন্স সেবা প্রদানকে সাধুবাদ জানাই। ‘
ভালোবাসার হাসপাতালটি রুপান্তরে সবাই যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন তা ইতিহাসের অংশ হয়ে থাকবে। আমাদের প্রচারণা টিমের পক্ষ থেকে ‘ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের’ প্রতি অশেষ কৃতজ্ঞতা। ফাউন্ডেশনটি ফটিকছড়ির প্রতিটি প্রান্তে মানবিক সহযোগিতা করে ইতিমধ্যে প্রশংসা কুঁড়িয়েছে। ড.মাহমুদ হাসানকে সংস্থাটির এসব মানবিক কাজের মধ্য দিয়ে আমরা খুঁজে পাই। আমাদের প্রত্যাশা, অ্যাম্বুলেন্সটি করোনা পরবর্তীতেও যেন হসপিটালটাতে ব্যবহারের জন্য স্থায়ীভাবে প্রদান করে ফাউন্ডেশনটি।
রিপোর্ট :হাসান চৌধুরী দিপু