বগুড়ার সংবাদদাতাঃ বগুড়া জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন নিয়মিত ভিডিও বার্তায় গত ২৪ ঘন্টায় ১৬ জুলাই এর বগুড়া জেলার করোনা পরিস্থিতি এবং ১৬ জুলাই পর্যন্ত বগুড়া জেলার সর্বমোট ও সর্বশেষ করোনা পরিস্থিতির একটি চিত্র তুলে ধরেন।
গত ২৪ ঘন্টায় (১৬ জুলাই) জেলার করোনা পরিস্থিতিঃ
ডা. তুহিন বলেন গত ২৪ ঘন্টায় বগুড়ার ৩৩৭ নমুনার ফলাফলে ৫৭ জনের পজিটিভ এসেছে। এদের মধ্যে শজিমেকের ২৭০ পরীক্ষার ফলাফলে ৩৯ জন পজিটিভ, টিএমএসএস এর ৬৭ পরীক্ষার ফলাফলে ১৮ জনের ফলাফল পজিটিভ এসেছে।
এদের মধ্যে পুরুষ- ৪২ জন, নারী- ১২ জন, শিশু- ০৩ জন।
বয়স ভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যায় যে,
১৮ বছরের নিচে রয়েছেন ০৩ জন।
১৮ থেকে ৪০ বছর বয়সের রয়েছেন
২৮ জন ৪১ থেকে ৫০ বছর বয়সের রয়েছে ১১ জন।
৫১ থেকে ৭০ বছর বছরের রয়েছে ১৩ জন।
৭০ উর্ধো ২ জন।
উপজেলা ভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যায় যে, সদর ৪৫ জন, শাজাহানপুর ০৬ জন, শেরপুর ০১ জন, শিবগঞ্জ ০১ জন, আদমদিঘী ০৪ জন।
এক নজরে (১৬ জুলাই) পর্যন্ত জেলার সর্বমোট ও সর্বশেষ করোনা পরিস্থিতিঃ
এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ৩৯৮০ জন এর মধ্যে পুরুষ ২৬৯৫ জন, মহিলা ১০৮১ জন ও শিশু রয়েছে ২০৪ জন।
উপজেলা ভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যায় যে,
সদরে ২৭৭৪ জন, শাজাহানপুরে ২১৪ জন, গাবতলীতে ১৯৮ জন, কাহালুতে ৯৩ জন, শেরপুরে ১৮২ জন, সারিয়াকান্দিতে ৮৮ জন, সোনাতলায় ৭৮ জন, শিবগঞ্জে ১০৩ জন, আদমদিঘীতে ৪৮ জন, দুপচাচিয়ায় ৮৪ জন, নন্দীগ্রামে ৪০ জন ও ধুনটে ৭৮ জন আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।
মোট আক্রান্ত- ৩৯৮০
মোট সুস্থ- ২০৩১ ( ১৬ জন নতুন)
মোট মৃত্যু- ৭৫ ( নতুন ০২ জন)
এ পর্যন্ত নমুনা সংগ্রহ ২৩৬৭৬ টি
ফলাফল প্রাপ্ত ২১০৭৭ টি।
পরীক্ষা অনুযায়ী করোনা সনাক্তের হার ১৮.৮%
পরীক্ষা অনুযায়ী মৃত্যুর হার ১.৮ %
সুস্থতার হার ৫১%