চৌধুরী হারুনুর রশীদ,রাঙ্গামাটি:মহামারী করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা থামছে না। রাঙ্গামাটিতে নতুন করে কোভিড-১৯ আক্রান্ত ২৬ জন , মোট আক্রান্ত ৪৯৫ জন। ১৭জুলাই শুকবার নতুন করে আক্রান্ত’ হয়েছে ২৬জন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক পার্সন চিকিৎসক ডা.মোস্তফা কামাল । রাঙ্গামাটিতে গতকাল কোন করোনার রিপোর্ট আসেনি বলে জানান চিকিৎসক ।
১৭ জুলাই শুক্রবার ৬৩ জনের নুমনার রিপোর্ট মধ্যে ২৬ জনের পজেটিভ আসছে বলেন জানান ডা.মোস্তফা কামাল ।রাঙ্গামাটি সদর ২০জন জুরাছড়ি-২জন কাপ্তাই-২জন,বরকল উপজেলা-১ ও রাজস্থলী ১জন । রাঙ্গামাটিতে করোনা ভাইরাস মোট- ৪৯৫ জন আক্রান্ত হয়েছে। রাঙ্গামাটি পার্বত্য কোভিড-১৯ বেড়ে যাচ্ছে তার কারণ স্থাস্থ্য বিধি না মানায় অবাধে চলোফেরায় স্থাস্থ্য ঝুকি বাড়ছে । শ্বাস কষ্টে ভর্তি হওয়া রোগীদের যেই পরিমান অক্সিজেন প্রয়োজন তা দিতে পারছে না রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল । তাই চট্টগ্রাম রেফার করলে কেউ সুস্থ হয়ে আসছে যারা যেতে পারছে না তাদের অধিকাংশ করোনার উপসর্গ নিয়ে মারা যাচ্ছে ।
উল্লেখ্য রাঙ্গামাটিতে নানা অসুস্থতার কারণে সম্প্রতি দুজন ইন্তেকাল করেছেন। ১৪ জুলাই রাঙ্গামাটি রিজার্ভবাজার বীর মুক্তিযোদ্ধা মোজাফর আহম্মদ তালুকদার হার্ট সমস্যা ও ১৩ জুলাই রাঙ্গামাটি-চট্টগ্রাম বাস মালিক সমিতির যুগ্ন সম্পাদক হাজী আব্দুস সালাম শাস কষ্টে নিজ বাসায় মারা যান।