প্রত্যয় নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে সিলেটে আরও ১২১ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬ জন শিশু ও ৪ জন চিকিৎসক রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৫২৭ জন।
শুক্রবার ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৮৮ জনের এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে আরও ৩৩ জনের করোনা শনাক্ত করা হয়।
আক্রান্তদের মধ্যে ৮৩ জন সিলেট জেলার, সুনামগঞ্জের ১১ জন, হবিগঞ্জের ১৯ জন, মৌলভীবাজারে ৮ জন রয়েছেন।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, ১৮২ জনের নমুনা পরীক্ষায় ৬ শিশু ও ৪ চিকিৎসকসহ ৮৮ জনের করোনা শনাক্ত হয়।
একই দিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আরও ৩৩ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে ২২ জন সিলেট জেলার এবং ১১ জন সুনামগঞ্জের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্য মতে, আক্রান্ত ৬ হাজার ৫২৭ জনের মধ্যে সিলেট জেলায় ৩ হাজার ৪০৬ জন, সুনামগঞ্জে ১ হাজার ২৬০ জন, হবিগঞ্জে এক হাজার ৩৬ জন এবং মৌলভীবাজারে ৮২৫ জন। এছাড়া নতুন করে আরও তিনজনসহ ১১৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সিলেটে ৮৫, সুনামগঞ্জে ১২, হবিগঞ্জে আট ও মৌলভীবাজারের আটজন। এছাড়া দুই হাজার ৫৪৫ জন সুস্থ হয়ে ফিরেছেন।
ডিপিআর/ জাহিরুল মিলন