প্রত্যয় নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের প্রাদুর্ভাব, সুপার সাইক্লোন আম্ফান ও সাম্প্রতিক বন্যা মোকাবিলা করেও বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ধরে রেখেছে বলে মন্তব্য করেছেন কৃষিখাতের বিশেষজ্ঞরা।
মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত ওয়েবিনার ‘বিয়ন্ড দ্য প্যানডেমিক’ এর দ্বাদশ পর্বে আলোচকরা এমন মন্তব্য করেন।
রাত ৮টা ৩০ মিনিটে শুরু হওয়া এই ‘ওয়েবিনার’ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবে সরাসরি প্রচারিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ।
আলোচনায় অংশ নিয়ে সূচনা বক্তব্যে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, করোনা মহামারিতে সারাদেশের মানুষ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অর্থনৈতিকভাবে আজ সবাই চরম বিপর্যস্ত। এরই মাঝে দেশে বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে। বন্যার ভয়াবহতায় যেন কৃষিখাত ক্ষতিগ্রস্ত না হয় সে কারণে গতকাল বন্যাকবলিত প্রায় ৩৩টি জেলার কৃষিবিষয়ক কর্মকর্তা, মাঠ পর্যায়ের কর্মীদের সাথে আলোচনা করেছি, দিক-নির্দেশনা দিয়েছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালীন জাতির উদ্দেশে যতগুলো ভাষণ দিয়েছেন, ভিডিও কনফারেন্স করেছেন প্রতিটি জায়গায় তিনি কৃষিতে স্বাস্থ্যের পরে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। এক ইঞ্চি জমি ও খালি রাখা যাবে না। এখন কোনোভাবেই খাদ্য সংকট রাখা যাবে না। আমরা এটা বিবেচনায় নিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি’। তিনি আওয়ামী লীগসহ সকল অঙ্গ-সংগঠনকে কাজ করতে নির্দেশনা দেন।
প্রফেসর এমিরেটাস বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক উপাচার্য ড. এম এ সাত্তার মন্ডল বলেন, এতকিছুর মধ্যেও ভালো খবর হলো আমাদের কৃষিতে উৎপাদন ব্যবস্থায় লক্ষণীয় পরিবর্তন এসেছে। আর এই পরিবর্তনটা হলো ১ কোটি ৬৫ লাখ কৃষক পরিবার ক্ষুদ্র ক্ষুদ্র চাষাবাদ করত সেটা এখনও আক্ষরিক অর্থে আছে। ব্যক্তি পর্যায় থেকে একটি সার্ভিস প্রোভাইডার বা মার্কেট-লেড উৎপাদন ব্যবস্থা ধীরে ধীরে বাংলাদেশে এসেছে।
বাকৃবির উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয় তখন বঙ্গবন্ধু কৃষির উপর বেশি গুরুত্ব দিয়েছেন। যার ফলশ্রুতিতে আমাদের আজকের যিনি কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পদার্পণ করেন।
‘এছাড়া ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি জাতির পিতা এই সবুজ চত্বরে দাঁড়িয়ে বাংলাদেশের কৃষিকে আরও উন্নত করার জন্য এবং কৃষি শিক্ষা ও গবেষণা আরও এগিয়ে নেওয়ার জন্য কৃষি গ্র্যাজুয়েটদের প্রথম শ্রেণির মর্যাদা দিয়েছেন। সেই থেকে কৃষি গতি পেয়েছে এবং দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।’
বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান বলেন, কোভিড-১৯ সারাবিশ্বকে আক্রান্ত করেছে, বাংলাদেশও বাদ পড়েনি।
বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী বলেন, কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনায় এসেছে ব্যাপক পরিবর্তন। স্বাধীনতার পর জনসংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেলেও খাদ্য উৎপাদন বেড়েছে প্রায় চারগুণ। এখন আমরা খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ ধান উৎপাদনে বিশ্বে তৃতীয়। মাছ উৎপাদনে দ্বিতীয়, পাট উৎপাদনে তৃতীয়, ধান উৎপাদনে তৃতীয়, সবজী উৎপাদনে তৃতীয়, আলু উৎপাদনে সপ্তম আম উৎপাদনে সপ্তম।
ডিপিআর/ জাহিরুল মিলন