প্রত্যয় নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে আবারও একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ হাজারেরও বেশি মানুষ। মারা গেছেন ১২শ’ ৫ জন। ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার জন্য বর্ণবাদবিরোধী বিক্ষোভ এবং সমুদ্র সৈকতগুলোতে ব্যাপক জনসমাগমকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতির অবনতি হয়ছে ক্যালিফোর্নিয়াসহ আরও কয়েকটি অঙ্গরাজ্যে।
করোনা ভাইরাসের প্রকোপ কোনভাবেই কমছে না মার্কি যুক্তরাষ্ট্রে। বর্তমান সময়ে সবচেয়ে বেশি সংক্রমণ দেশটির দক্ষিণ-পশ্চিমে। সাম্প্রতিক সময়ে এসব অঞ্চলের অঙ্গরাজ্যে প্রতিদিনই রেকর্ড সংখ্যক সংক্রমিত হচ্ছে। ট্রাম্পের বিরুদ্ধে যখন দেশব্যাপি কড়া সমালোচনার ঝড় তখনই তার নিয়মিত ব্রিফিংয়ে সংক্রমণ বৃদ্ধির জন্য বর্নবাদবিরোধী বিক্ষোভ এবং সমুদ্র সৈকতগুলোতে ব্যাপক জনসমাগম, মেক্সিকো থেকে আশা যাত্রীদের দায়ী করেছেন।
করোনায় মারাত্মক বিপর্যয় এখন গোল্ডেন অঙ্গরাজ্য ক্যালিফর্নিয়া। গত কয়েকদিন ধরে লস অ্যাঞ্জেলসে বেড়েছে সংক্রমণের সংখ্যা। হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। ফলে আবারো লকডাউনের ঘোষণা দিয়েছন লস অ্যাঞ্জেলসের মেয়র।
ডিপিআর/ জাহিরুল মিলন