কলকাতা সংবাদদাতা:বাংলায় পুলিশ কর্মী ও অফিসারদের মধ্যে করোনা সংক্রমণ দ্রুত বাড়ছে। গত ২ সপ্তাহে রাজ্যে ২ হাজারেরও বেশি পুলিশ কর্মী ও অফিসার সংক্রমিত হয়েছেন। আর পুলিশ কর্মী ও অফিসার সংক্রমিতদের মধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের। সোমবারের ভার্চুয়াল সভায় এমনই আঁতকে ওঠার মতো তথ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এদিন বাংলার স্বাস্থ্য দফতর যে বুলেটিন প্রকাশ করেছে, তা থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় যেমন রাজ্যে সংক্রমিতের সংখ্যা কমেছে, তেমনই বেড়েছে করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যাও।
এদিন রাজ্য জুড়ে সংক্রমিত হয়েছেন ২ হাজার ১১২ জন। রবিবার নতুন করে সংক্রমিত হওয়ার সংখ্যা ছিল ২ হাজার ৩৪১ জন। তার মানে এদিন সংক্রমিতের সংখ্যা কমেছে। এটা যেমন করোনা চিকিৎসায় রাজ্যের ক্ষেত্রে একটা ইতিবাচক দিক, তেমনই আর একটি আশাজনক ফল হল, শেষ ২৪ ঘণ্টায় সংক্রমণ থেকে পুরো সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ১৬৬ জন। অর্থাৎ, এদিন যতজন সংক্রমিত হয়েছেন, তার চেয়েও সুস্থ হওয়ার সংখ্যা ৫৪ জন বেশি। যাই হোক, এদিন নতুন করে ২ হাজার ১১২ জন সংক্রমিত হওয়ায় মোট সংক্রমিতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৮৩০ জন। যদিও এই মুহূর্তে সক্রিয় করোনা ভাইরাস নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৯ হাজার ৫০২ জন।
আবার এদিন করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ২ হাজার ১৬৬ জন হওয়ায় করোনা–মুক্ত মোট সুস্থ মানুষের সংখ্যা পৌঁছেছে ৩৯ হাজার ৯১৭ জনে। অর্থাৎ, এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার হয়েছে ৬৫.৬২ শতাংশ। তবে এদিন করোনা সংক্রমিতদের মধ্যে রাজ্যে প্রাণ হারিয়েছেন ৩৯ জন। তার মানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪১১ জন। এদিন যাঁরা সংক্রমিত হয়েছেন, তাঁদের অধিকাংশই কলকাতার। মহানগরীতে এদিন সংক্রমিত হয়েছেন ৫৫২ জন। ফলে শহরে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২০১ জন। এদিন শহরে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। ফলে কলকাতা শহরে মোট করোনা সংক্রমিত মৃতের সংখ্যা পৌঁছছে ৬৯৬ জনে।