বগুড়ার সংবাদদাতাঃ আজ বুধবার দুপুরে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের ফোকাল পার্সন ডঃ মনিরুজ্জামান মনির বগুড়া সদরে করোনা আক্রান্ত রোগীদের এলাকা ভিত্তিক তথ্য জানিয়েছেন।
তার দেয়া তথ্য অনুযায়ী বগুড়া সদরে নতুন করে আক্রান্ত ৫০ জন রোগীকে এলাকাভিত্তিক বিভাজন করলে দেখা যায় যে, সেউজগাড়ী ৬ জন, জামিলনগর তিনজন, সুত্রাপুর একজন, খান্দার একজন, মালগ্রাম একজন, জলেশ্বরীতলা একজন, সবুজবাগ একজন, মালতিনগর দুইজন, বাঘোপাড়া তিনজন, জহুরুল নগর একজন, ঠনঠনিয়া ৬ জন, গন্ডগ্রাম একজন, চেলোপাড়া দুইজন, নাটাইপাড়া একজন, নিশিন্দারা একজন, বাদুরতলা একজন, উপশহর একজন, কালুর স্ক্যারি দুইজন, রহমান নগর একজন, চকলোকমান চারজন, বড়গোলা একজন, আকাশ তারা একজন, র্যাব ১২ এর সদস্য একজন, শজিমেক দুইজন, মোহাম্মদ আলী হাসপাতালে দুইজন।
এছাড়া ফোন ধরেনি এবং ফোন বন্ধ রয়েছে এরকম ৩ জন রোগী রয়েছে।