প্রত্যয় নিউজ ডেস্কঃ কোরবানির মাত্র একদিন আগেও ক্রেতাহীন রাজধানীর পশুর হাটগুলো। অন্য বছর এ সময়ে হাটে উপচে পড়া ভিড় থাকলেও এবার অলস বসে আছেন ব্যবসায়ীরা। একটি পশুও বিক্রি করতে না পেরে অনেকে দুশ্চিন্তায় পড়েছেন বাড়ি ফেরার টাকা ওঠা নিয়ে।
৫ দিনে বিক্রি হয়নি একটিও গরু। কোরবানির আর বাকি মাত্র একদিন। চুয়াডাঙ্গার মধুপুর থেকে এ বছরই প্রথম ঢাকায় এসেছেন ৬টি গরু নিয়ে। শুধু খরচের টাকাটা উঠুক। এখন সেই চিন্তা ব্যবসায়ী গুলজার হোসেনের।
উত্তরা বৃন্দাবন গরুর হাটের বেশিরভাগ ব্যবসায়ীর হাল গুলজার হোসেনের মতোই। হাটে পশুর অভাব না থাকলেও ক্রেতা প্রায় নেই বললেই চলে।
আর হাট সংশ্লিষ্টরাও বলছেন একই কথা। করোনার কারণে বিগত বছরগুলোর তুলনায় ক্রেতা সমাগম অনেকটাই কম বলছেন তারা।
ক্রেতারা অবশ্য জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া।
ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর দুই সিটিতে এবার হাট বসেছে ১১টি।
ডিপিআর/ জাহিরুল মিলন