শফিক খাঁনঃ সামাজিক দুরত্ব বজায় রেখে আজ ১৯ই এপ্রিল সদর উপজেলার পুর্ব ইলিশা তালতলি ঘাট, রাজাপুরের জোড়খাল ঘাট,ও ভাসমান বেঁদে পরিবারের মধ্যে চলমান মরণঘাতি করোনা ক্রাইসিসে কর্মহীন ৩০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন । এসময় প্রতিজনের মধ্যে নিত্যপ্রয়োজনিয় খাদ্যসামগ্রী চাল, মশুরি ডাল সয়াবিন তৈল, ছোলা,চিনি,সাবান,আলু,ও লবন প্রদান করা হয়। এসব খাদ্য সামগ্রী বিতরণের সময়ে উপস্থিত ছিলেন কোস্টগার্ড দক্ষিন যোন মিডিয়া উয়িংস সাকিল আহম্মেদ । বিতরণ কালে তিনি বলেন আমরা মানণীয় প্রধান মন্ত্রির নির্দেশে আজ ৩০০ জনকে খাদ্য সামগ্রী বিতরণ করছি আমাদের বিতরণ ব্যাবস্থা অব্যাহত থাকবে। আল্লাহ সহায় হলে কোষ্টগার্ড যে কোন দুর্যোগে দেশবাসির পাশে ছিলো এবং থাকবে।ত্রান প্রদান কালে উপস্থিত সকলকে মরণঘাতী করোনা বিষয়ে সতর্কতা ওসচেতনতা বিষয়ে সকলকে আরো সোচ্চার হবার আহবান করেন,সরকারের নির্দেশনা মোতাবেক বিশেষ প্রয়োজন ব্যাতিত ঘর থেকে বের না হবার আহবানও জানান তিনি।
এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..