প্রত্যয় স্পোর্টস ডেস্ক : অনাগত সন্তানের মায়ের পাশে থাকবেন বলে ইংল্যান্ড সফরের দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন মোহাম্মদ আমির। এর মধ্যে নানা ঘটনা ঘটেছে। আমির বাবা হয়েছেন। এদিকে আরেক ক্রিকেটার হারিস রউফ একের পর এক করোনা টেস্টে পজিটিভ হওয়ায় বিকল্পের দরকার পড়ে।
যেহেতু আমিরের ঝামেলা কেটে গেছে। তাই ইংল্যান্ড সফরের সীমিত ওভারের দলে যোগ দেয়ার সুযোগটি মিস করতে চাননি পাকিস্তানের বাঁহাতি এই পেসার। তবে যুক্তরাজ্যে গিয়ে তাকে পড়তে হয়েছে বাধ্যতামূলক আইসোলেশনে।
দেশ থেকে দুইবার করোনা টেস্টে নেগেটিভ হয়েছেন। যুক্তরাজ্যে বাধ্যতামূলক পাঁচদিনের আইলোশন পিরিয়ডের মধ্যে দুইবার করোনা টেস্ট করাতে হয়েছে আমিরকে। তবে সেখানেও পাস করেছেন তিনি, নেগেটিভই হয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘গত ২৪ জুলাই ইংল্যান্ডের উদ্দেশ্যে লাহোর ছাড়েন আমির। যুক্তরাজ্য সরকারের গাইডলাইন অনুযায়ী, তাকে পাঁচদিনের আইসোলেশনে থাকতে হয়েছে। এর মধ্যে দুইবার করোনা পরীক্ষা করা হয়েছে।
টেস্ট থেকে অবসরে যাওয়া আমির ইংল্যান্ডে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন। বায়ো-সিকিউর পরিবেশে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ২৮ আগস্ট থেকে শুরু হবে এই সিরিজটি। তবে পাকিস্তানের ইংল্যান্ড সফর শুরু হবে টেস্ট দিয়ে। ৫ আগস্ট ম্যানচেস্টারের সিরিজের প্রথম টেস্ট। এই সফরে তিনটি টেস্ট খেলবে পাকিস্তান।