প্রত্যয় নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নদী বা সমুদ্রে মাছ ধরতে গেলে বড়শিতে কী উঠে আসবে তার কোনো ঠিক নেই। কখনো বড়শির চারা গিলে কুমির। আবার হয়তো বড়শির সুতো গুটিয়ে দেখলেন উঠে এসেছে একটি বড় সাপ।
আরো পড়তে ক্লিক করুনঃ
মাছ ধরতে গিয়ে তেমন করেই এক ব্যাক্তি পেয়ে গেলেন বিশ্বের প্রবীণতম একটি গ্রুপার মাছ। আমেরিকার ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশন রিসার্চ ইনস্টিটিউট (এফডব্লুআরআই) সেই মাছটির ছবি প্রকাশ করেছে।
তারা জানিয়েছে, মাছটি ২০১৯ সালের ২৯ ডিসেম্বর ধরা পড়ে ফ্লোরিডার সমুদ্রে। যার ওজন ৩৫০ পাউন্ড বা প্রায় ১৫৮ কেজি। এফডব্লুআরআই-এর জীববিজ্ঞানীরা জানিয়েছেন, মাছটির বয়স প্রায় ৫০ বছর। এখনও পর্যন্ত এটিই খুঁজে পাওয়া সব থেকে বয়স্ক ‘ওয়ারশ গ্রুপার’ মাছ।
বিজ্ঞানীরা জানিয়েছেন, কম বয়সি ওয়ারশ গ্রুপার মাছ সৈকতের কাছাকাছি কম পানিতে পাওয়া গেলেও বেশি বয়সের মাছগুলি ১৮০ থেকে ১ হাজার ৭শ ফুট গভীরেই বসবাস করে। তাই এগুলিকে সহজে ধরা যায় না। ওয়ারশ গ্রুপার মাছ ৫৭০ পাউন্ডবা ২৫৮ কেজি পর্যন্ত হতে পারে। ছবিতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনিই মাছটি ধরেছেন। তাঁর নাম জেসন বয়েল, পেশায় মত্স্যজীবী।
সূত্র: আনন্দবাজার
ডিপিআর/ জাহিরুল মিলন