সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন
চট্রগ্রাম সংবাদদাতা:চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৪৭৫টি নমুনা পরীক্ষায় আরো ৬৬জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১জন। সুস্থ হয়েছে ৭১জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৫৫৭ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বুধবার (১২ আগস্ট) রাতে জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৬৬ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন।এদের মধ্যে নগরীর ৫৯ জন এবং উপজেলার ৭ জন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৫০টি নমুনা পরীক্ষায় ৯জনের করোনা শনাক্ত হয়েছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৪৩টি নমুনা পরীক্ষায় ২০জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৯৬টি নমুনা পরীক্ষায় ২২জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৫টি নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
তবে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে এইদিন চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।