বরগুনা প্রতিনিধি: সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারের পাখা ভেঙে প্রায় তিনদিন ভেসে থাকার পর আজ কূলে ফিরেছেন ১৭ জেলে। পাথরঘাটা থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে গত ১৩ আগস্ট দুর্ঘটনার শিকার হন তাঁরা। আজ পাথরঘাটা থেকে গিয়ে একটি উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে বিকেল ৪টায় পাথরঘাটায় নিয়ে আসে।
ট্রলারের সারেং শাহজাহান মাঝি জানান, গত ১০ আগস্ট ১৭ জন জেলেসহ মাছ ধরার ট্রলারটি পাথরঘাটা থেকে ১৫ দিনের জন্য মাছ শিকারে বের হয়। পাথরঘাটা থেকে ১২ ঘণ্টা চালিয়ে তারা তিন দিন মাছ শিকারের পর পুনরায় জাল ফেলার সময় হঠাৎ ট্রলারের পাখা (প্রপেলার) শ্যাপ্ট ভেঙে যায়। অচল হয়ে পড়ে ট্রলারটি। ভাসতে থাকে গভীর সাগরে। কাপড় ও অন্যান্য সিগন্যাল দিয়ে নিকটবর্তী জেলে ট্রলারকে উদ্ধারের অনুরোধ করলেও কেউ এগিয়ে আসেনি। ট্রলারে থাকা ত্রিপল ও বাঁশ দিয়ে পাল তুলে বাতাসের অনুকূলে চলতে থাকে তিন দিন। বাতাস তাদের সুন্দরবনের দিকে নিয়ে যায়। রবিবার সকালে মোবাইল নেটওয়ার্কের মধ্যে চলে আসায় মালিক মো. হেমায়েত মল্লিককে জানানো হয়। এফবি জহুরা নামক একটি ট্রলার গিয়ে তাদের পাথরঘাটা নিয়ে আসে।
ট্রলারে থাকা জেলেরা জানান, আবহাওয়া খারাপ থাকায় উত্তাল সাগরে তারা কোনো রান্না করতে পারেননি। আগের দিনের রান্না ভাত ও দুই দিন শুকনো খাবার খান। পরদিন চাল ও পানি খেয়ে জীবন রক্ষা করেছেন। ভয় ছিল, হঠাৎ বাতাসের চাপে ট্রলারটি ডুবে যেতে পারে। এ জন্য সবাই জীবন রক্ষার জন্য ভেসে থাকার উপকরণ নিয়ে প্রস্তুত ছিলেন।
ট্রলার মালিক হেমায়েত মল্লিক জানান, বিকেলে সাগর থেকে উদ্ধারকৃত জেলেদের এক দিনের ছুটি দেওয়া হয়েছে। পাখা মেরামত করে আবার সাগরে মাছ শিকারে যাবে ট্রলারটি। ট্রলারটি ১৫ দিনের রসদ নিয়ে গেলেও আশানুরূপ ইলিশ পাওয়া যায়নি। তা ছাড়া সিজন শেষ হয়ে গেলে বিনিয়োগ উঠবে না।