বগুড়ার সংবাদদাতাঃ বগুড়ার আদমদীঘিতে বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম আব্দুল্লাহ বিন রশিদ। জানা গেছে বিয়েটি ছিলো দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীর (১৬)।
ভ্র্যাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাল্য বিয়ের সংবাদ পেয়ে গতকাল বুধবার (১৯ আগস্ট) মধ্যেরাতে উপজেলার চকসাবাজ গ্রামে বিয়ের অনুষ্ঠানে ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। লক্ষনীয় বিষয় উক্ত বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলী মর্তুজা। তাকে প্রাথমিক ভাবে সতর্ক করা হয়েছে।
সাজা হিসেবে ভ্রাম্যমান আদালত বিয়ের বর অন্তর চৌধুরীকে(১৯) ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও কনের বাবা সাহির প্রামণিককে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ইউপি মেম্বার আলী মর্তুজা তার উপস্থিত হবার কারন হিসেবে বলেন, জনপ্রতিনিধি হওয়ায় কেউ বিয়ের দাওয়াত দিলে সেখানে আমাকে যেতে হয়। এই বাল্য বিয়েতে আমি কোন সহযোগিতা করিনি।