কক্সবাজার সংবাদাতা: কক্সবাজার জেলার চকরিয়ার উপজেলার কোনাখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড় পুরিত্যাখালী টেকপাডার চলাচলের রাস্তাটি দীর্ঘ ১০ বছর সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে গেছে ।এই ব্যস্ত রাস্তা দিয়ে দৈনিক প্রায় দশ হাজার মানুষের চলাচল থাকলেও কোন ধরনের সংস্কার কাজ করার জন্য এলাকার জনপ্রতিনিধি কিংবা উপজেলা চেয়ারম্যান , এমপি কোন ধরনের পদক্ষেপ নিতে আসেনি এই পর্যন্ত। বিশেষ করে বর্ষা মৌসুমে খুব বেশি কষ্ট সহ্য করে চলাচল করতে হচ্ছে সাধারণ জনগণ সহ বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের । দীর্ঘদিন ধরেই এই পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের খুব কষ্ট করে শিক্ষা অর্জন করতে দীর্ঘ পথ কাদার সঙ্গে যুদ্ধ করে যেতে হয়।অনেক সময় বিদ্যালয়ে যাওয়ার মঝ পথের হোচট খেয়ে কাদার সঙ্গে গড়াগড়ি দিয়ে উল্টো বাড়িতে ফিরে আসতে হয়।
প্রতিবেদন সংগ্রহ করতে গিয়ে দেখা গেছে স্থানীয় জনগণ আভিনব প্রতিবাদ স্বরূপ চলাচলের রাস্তায় ধানের চারা লাগিয়ে নিজেদের দূর্ভোগের চিত্র তুলে ধরেন। পুরিত্যাখালী এলাকাবাসীর দাবি এই রাস্তাটি অতি দ্রুত মেরামত করে এলাকা চরম দূর্ভোগ লাগব করার জন্য উর্ধত্বন কতৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত সাপেক্ষে দেখার দাবি জানিয়েছেন।