প্রত্যয় নিউজডেস্ক : প্রায় দেড় কোটি মূল্যের ৩০ হাজার পিচ ইয়াবা ও একটি মটর সাইকেল সাইকেল সহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। ধৃত ব্যক্তির নাম-সায়েদ ইশতিয়াক আহমেদ (৩৮)। সে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের করিম সিকদার পাড়ার মোস্তাক আহমদ ও সুফিয়া বেগমের পুত্র। র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া বিভাগের সহকারী পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু’র খুনিয়া পালং ইউনিয়নের ধেচুয়া পালং পয়েন্টে র্যাব-১৫ এর চৌকস একটি টিম চেক পোস্ট স্থাপন করে তল্লাশী চালায়। শনিবার ২২ আগস্ট সন্ধ্যা ৭’০৫ মিনিটের দিকে ধৃত ব্যক্তি চেকপোস্টে আসলে মটর সাইকেল রেখে সে দ্রুত পালিয়ে যেতে চেষ্টা করে। এক পর্যায়ে র্যাব সদস্যরা তাকে ধরে ফেলে। পরে তার দেখানো মতে, মটর সাইকেল থেকে ৩০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় দেড় কোটি টাকা। ধৃত সায়েদ ইশতিয়াক আহমেদকে রামু থানায় সোপর্দ করা হয়েছে। তার মটর সাইকেলটিও জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।