নিজস্ব প্রতিবদেক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরাজিত শক্তি দেশের বিজয়কে মেনে নিতে না পেরে বঙ্গবন্ধুকে হত্যা করে। তাদের লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের আদর্শ ধ্বংস করা। বঙ্গবন্ধুকে হত্যার জন্য ঘাতকচক্র দলের মধ্যেও গোলযোগ সৃষ্টি করে। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির আলোচনায় সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব বলেন প্রধানমন্ত্রী।
জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি। বঙ্গবন্ধুকে নিয়ে আলোকচিত্র ও চিত্রকর্ম প্রদর্শনীরও আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন এই আলোচনা সভায়।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি স্বাধীনতার আদর্শ ধূলিসাৎ করে দেশের মানুষের হৃদয় থেকে বঙ্গবন্ধুর আদর্শ ও নাম মুছে ফেলতে চেয়েছিল। ব্যর্থ হয়েই তারা বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা করে। তিনি আবারো বলেন, জাতির পিতার হত্যাকান্ডের পরিকল্পনাকারী জিয়াউর রহমান, যে দেশ বিরোধীদের সঙ্গে নিয়ে অবৈধভাবে দেশ শাসন করে।
শেখ হাসিনা বলেন, একুশে আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী প্রতিবাদ সমাবেশে গ্রেনেড হামলার পরও বিএনপি সরকারের নিরবতাই প্রমাণ করে দলটি ১৫ই আগষ্টের পরিকল্পনা বাস্তবায়নে সবসময় তৎপর। প্রধানমন্ত্রী বলেন, সকল ষড়যন্ত্র উন্মোচিত হচ্ছে। মানুষ সঠিক ইতিহাস জানতে পারছে। এই করোনা সংকটেও তাই দেশের মানুষ জাতির পিতার জন্মশতবর্ষ স্বতর্স্ফুতভাবে উদযাপন করছে।