সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় প্রেমিকাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলার প্রধান আসামী হাবিবুর রহমান (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হবিবর রহমান ধুনট উপজেলা গোপাল নগর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের আবদুল হাইয়ের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, হাবিবুর রহমানের সাথে তার চাচাতো বোন সাবিনা খাতুন(১৭) এর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। কলেজ শিক্ষার্থী সাবিনা খাতুন কে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২ জুলাই রাতে হাবিবুর রহমান তার নিজ বাসায় ডেকে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক করেন। এরকম স্বম্পর্ক চলার এক পর্যায়ে সাবিনা হাবিবুর রহমানকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু হাবিবুর রহমান বিয়ে করতে রাজী হচ্ছিল না, তাই সাবিনা বিয়ের দাবিতে হাবিবুর রহমানের বাড়িতে অবস্থান নেন। কিন্তু রাজি না হওয়ায় হাবিবুর রহমান ও তার পরিবারের লোকজন মিলে সাবিনাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন।
এর প্রেক্ষিতে সবকিছু হারিয়ে সাবিনা গত ৩ জুলাই সকালে তার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এই ঘটনার প্রেক্ষিতে সাবিনা খাতুন এর বাবা আব্দুস সামাদ বাদী হয়ে ৪ এপ্রিল হাবিবুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামি হাবিবুর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে