প্রত্যয় নিউজডেস্ক: রাজধানীর কল্যাণপুরে আনসার আল ইসলামের এক সক্রিয় জঙ্গি সদস্য গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৪-এর একটি দল। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারের নাম শামসুল আলম (২৬)। র্যাবের দাবি, তিনি আনসার আল ইসলামের হবিগঞ্জ জেলার আমিরের ঘনিষ্ঠ সহযোগী।
রোববার (৩০ আগস্ট) দুপুরে র্যাব-৪-এর সহকারী পরিচালক (অপস) জিয়াউর রহমান চৌধুরী জানান, গত ১৫ নভেম্বর আনসার আল-ইসলামের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। ওই সময় গ্রেফতারকৃত সাতক্ষীরা জেলার আমির ইকরামুল ইসলাম ওরফে আমির হামজার দেয়া তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ জেলার আমিরের ঘনিষ্ঠ সহযোগী শামসুল আলমকে গতরাতে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, শামসুল সিলেটের একটি মাদরাসা থেকে আলিম পাস করে বর্তমানে বেকার। বিগত পাঁচ বছর ধরে তিনি আনসার আল ইসলামের সঙ্গে জড়িত এবং নিয়মিতভাবেই হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় তার সহচরদের সঙ্গে গোপন বৈঠক, নিয়মিত চাঁদা ও নতুন সদস্য সংগ্রহ করে আসছিলেন।
সম্প্রতি তিনি ঢাকায় সহচরদের সঙ্গে দেখা করতে আসছিলেন। তার কাছ থেকে আনসার আল ইসলামের বর্তমান কার্যক্রম সম্পর্কে অনেক গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন এবং তার অন্যান্য সহযোগীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।