নিজস্ব প্রতিনিধি উত্তরবঙ্গঃঃ বগুড়ায় ডিবির মাদকবিরোধী অভিযানে ১৮০০(এক হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০৪ মাদক ব্যবসায়ী আটক।
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের দিক নির্দেশনায় ওসি ডিবি জনাব মোঃ আছলাম আলী পিপিএম এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার পৃথক মাদক বিরোধী অভিযানে বগুড়া সদর ও নন্দীগ্রাম থানা এলাকা হইতে ১৮০০(এক হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ডিবি বগুড়ার একটি টিম ইং ২৯/০৮/২০২০ তারিখ সন্ধ্যা ৬.৫০ ঘটিকার সময় বগুড়া জেলার নন্দীগ্রাম থানাধীন ওমরপুর গ্রাম হইতে ১০০(একশত) পিচ ইয়াবাসহ আসামী মো: আইনুল হক (৩০), পিতা- মো: নাজির হোসেন, গ্রাম-ওমরপুর বিষ্ণুপুর, উপজেলা/থানা- নন্দীগ্রাম, জেলা-বগুড়াকে আটক করে। অন্যদিকে ডিবি বগুড়ার অপর একটি চৌকস টিম ৩০/০৮/২০২০ তারিখ সকাল ১১.৩০ টার সময় বগুড়া সদর থানাধীন নিশিন্দারা ফকিরউদ্দিন স্কুলের প্রধান গেটের সামনে অভিযান করে ১৭০০ পিচ ইয়াবাসহ আসামী ১. মোঃ মাহাবুব প্রাং(৪৫), পিতা-মৃত নয়া মিয়া, সাং-জয়বাংলা বাজার, থানা-কাউনিয়া, জেলা-রংপুর, এপি/নারুলী উত্তর পাড়া, বগুড়া সদর, ২.মোঃ সোহাগ(২৮), পিতা-মৃত বাবলা মিয়া ও আসামী ৩.মোঃ সোহান হোসেন ওরফে তুহিন(২০), পিতা-মৃত দুলাল হোসেন, উভয় সাং-বাদুলতলা তিব্বতের মোড়, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াগণকে গ্রেফতার করে।
জেলা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর ও নন্দীগ্রাম থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে।উল্লেখ্য যে, আসামী মোঃ সোহাগের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।