প্রত্যয় নিউজডেস্ক: দেশে করোনা রোগীদের সুস্থতার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগে সর্বমোট দুই হাজার ৮৩৯ করোনা রোগী সুস্থ হয়েছেন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন দুই লাখ ১১ হাজার ১৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৪৬ শতাংশ।
বুধবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের করোনা সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা দুই হাজার ৮৩৯ জনের মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ৫৮০ জন, চট্টগ্রাম বিভাগে ৫২৫ জন, রংপুর বিভাগে ১৬৮ জন, খুলনা বিভাগে ১৬২ জন, বরিশাল বিভাগে ৭২ জন, রাজশাহী বিভাগে ১৫৪ জন, সিলেট বিভাগে ১৬৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৩ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৫ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২৩ জন ও নারী ১২ জন। হাসপাতালেই সকলের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৩৫১ জনে।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯২টি করোনা শনাক্তকরণ আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৫ হাজার ৭৩৪টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ২০৪ টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হন আরও দুই হাজার ৫৮২ জন।
দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ১৭ হাজার ৫২৮ জনে। মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৬১৬ জনে।