রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
প্রত্যয় ডেস্ক রিপোর্ট : আই.ই.পি একটি স্প্যানিশ শব্দ ইনস্টিটিউটু এডুকান্দো প্যারাএ পাজ যার অর্থ হলো শান্তির জন্য শিক্ষা। শিক্ষার আসলউদ্দেশ্য বাস্তবায়নে এ প্রতিষ্ঠানটি প্রায় বিশ্বের ১৮০ দেশেনিরবিচ্ছিন্নভাবে এই শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারইধারাবাহিকতায় ইনস্টিটিউটু এডুকান্দো প্যারা এ পাজ(আই.ই.পি)-এর আন্তর্জাতিক সভাপতি ইন্দোনেশিয়ারমাননীয় রাজা পহেলা সেপ্টেম্বর বাংলাদেশের নতুনসভাপতি ও সহ–সভাপতি নির্বাচিত করেন।
ইনস্টিটিউটু এডুকান্দো প্যারা এ পাজ (আই.ই.পি)-এরবাংলাদেশ অধ্যায়ের সাধারণ সম্পাদক পদ হতে পদোন্নতিদিয়ে জনাব এইচ.আর.এইচ. প্রিন্স ডাঃ আবুল হাসনাতমোহাম্মদ রুম্মান সাহেব কে নতুন সভাপতি পদে মনোনীতকরা হয়।
বলা বাহুল্য যে, ২০২০ সালের ১৪ জুলাই প্রথম বাংলাদেশি ওদ্বিতীয় আন্তর্জাতিক ব্যক্তি হিসেবে ইনস্টিটিউটু এডুকান্দোপ্যারা এ পাজ (আই.ই.পি)– বাংলাদেশের তরুণ সমাজকর্মী ওমানবাধিকার নেতা, থ্যাংকস্ উইং (THANKS WING)-এরপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এইচ.আর.এইচ. প্রিন্স ডাঃ আবুল হাসনাত মোহাম্মদ রুম্মান সাহেব কে“শান্তি ও মানবাধিকার সম্মানসূচক ডক্টরেট” ডিগ্রি প্রদানকরেন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ইন্দোনেশিয়ার রাজপরিবার হতে “প্রিন্স” উপাদিতে ভূষিত হন।
ইনস্টিটিউটু এডুকান্দো প্যারা এ পাজ (আই.ই.পি)-এর বাংলাদেশ অধ্যায়ের সহ-সভাপতি পদে মনোনীত হনবাংলাদেশ ও ইন্দোনেশিয়ার দ্বৈত নাগরিক বাংলাদেশেরএকজন অন্যতম সমাজসেবী, থ্যাংকস্ উইং (THANKS WING)-এর শুভেচ্ছা দূত জনাব এইচ.ই. ডিউক ডাঃ সহিদুল হক। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ইন্দোনেশিয়ার রাজপরিবার হতে “ডিউক” উপাদিতে ভূষিত হন এবং আন্তর্জাতিক সংস্থা হতে “সম্মানসূচক ডক্টরেট” ডিগ্রি লাভ করেন।
নবগঠিত ইনস্টিটিউটু এডুকান্দো প্যারা এ পাজ (আই.ই.পি)-এর সভাপতি এইচ.আর.এইচ. প্রিন্স ডাঃ আবুল হাসনাতমোহাম্মদ রুম্মান বলেন, দেশে আজ শিক্ষার মূল উদ্দেশ্যব্যাহত হচ্ছে, তাই আমরা চাই, শিক্ষার মূল উদ্দেশ্যবাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে “শান্তির জন্যশিক্ষা” এই স্লোগানটি কে বাংলাদেশ নিশ্চিত করা।ইনস্টিটিউটু এডুকান্দো প্যারা এ পাজ (আই.ই.পি)-এরবাংলাদেশ অধ্যায়ের নবগঠিত সভাপতি ও সহ-সভাপতিজানান অতি শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।নবগঠিত সভাপতি ও সহ-সভাপতি জানান সংগঠনকেআরো শক্তিশালী করার জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেনএবং সকলকে নিয়ে সংগঠনকে আরো গতিশীল করার কথাজানান।
নবগঠিত সভাপতি ও সহ-সভাপতি ইনস্টিটিউটু এডুকান্দো প্যারা এ পাজ (আই.ই.পি)-এর আন্তর্জাতিক সভাপতি, প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং আন্তর্জাতিক সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদজানান।