শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
৯২টি পত্রিকার অনলাইন পোর্টালকে প্রাথমিকভাবে নিবন্ধনের জন্য অনুমতি দিয়েছেন বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়। ৪ই সেপ্টেম্বর, শুক্রবার এই তথ্য জানায় তথ্য মন্ত্রণালয়।
গত ৩ সেপ্টেম্বর তারিখে এই সিদ্ধান্ত হয়। এতে বলা হয়, “অনলাইন নিউজপোর্টালগুলোর নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে এই ৯২টি পত্রিকার অনলাইন সংস্করণকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি দেওয়া হলো।”
এখন সরকারি বিধি অনুসরণ করে ফি জমা দিয়ে ২০ কার্যদিবসের মধ্যে এই নিবন্ধন সম্পন্ন করতে হবে। এর আগে গত ৩০ জুলাই, ৩৪টি নিউজপোর্টালকে এই অনুমোদন দেওয়া হয়।
নিবন্ধনের অনুমতি পাওয়া পত্রিকাগুলোর মধ্যে ঢাকার ৫৭টি, ময়মনসিংহের দুটি, চট্টগ্রামের ১০টি, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশালের প্রতিটিতে চারটি করে এবং সিলেটে সাতটি পত্রিকা রয়েছে।