নিজস্ব প্রতিনিধি, উত্তরবঙ্গঃ বগুড়ার আদমদীঘিতে মানসিক ভারসাম্যহীন এক রোগী ১২০ ফুট উচু বৈদ্যুতিক টাওয়ারে উঠে আত্মহত্যা করার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নানান কৌশলে তাকে জীবিত উদ্ধার করে।
জানা যায়, মানসিক রোগীটির নাম বেলায়েত হোসেন (৩০)। তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার পুন্ডুরিয়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে। তার মা এর নাম রাইকালি, তিনি ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য। তার মা জানান, বেলায়েত হোসেন গতবছর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছে। কিন্তু গত ২ মাস যাবত সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। যার কারনে তাকে সবসময় সবায় নজরে রাখার চেষ্টা করে।
গত ৫ তারিখে সে নিখোজ হয়। তারপর অনেক খোজাখুজির এক পর্যায়ে তার খোজ পাওয়া যায় যে , সে আদমদীধির নসরতপুরের বৈদ্যুতিক টাওয়ারে চরে বসে আছে। এরপর তারা সেখানকার উদ্দ্যেশে রওনা দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান যে, সকাল ৮ টার দিকে বেলায়েত টাওয়ারে উঠে তার গায়ের শার্ট খুলে প্রথমে গলায় ফাস দেয়ার চেষ্টা করেন। পরে দুপচাচিয়া ও নওগা ফায়ার সার্ভিসের ২ টি টীম তাকে নামাতে ব্যর্থ হলে এক অভিনভ কৌশলে তাকে সেখান থেকে নামানো হয়। একজনকে দিয়ে হ্যান্ড মাইকে ৭ বার আজান শোনানোর পরে বেলায়েতের মন নরম হয় এবং সে নীচে আসতে সম্মত হয়। এভাবেই ২ ঘন্টার স্বাশরুদ্ধকর মুহুর্তের সমাপ্তি ঘটে।
দুপচাচিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাংবাদিকদের জানান যে, অনেক চেষ্টা করার পরে অবশেষে বেলায়েতকে নামিয়ে তার পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।