কক্সবাজার জেলা প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাইশপারি রাস্তার মাথা থেকে বিশেষ অভিযান চালিয়ে বিরল প্রজাতির ৫টি তক্ষকসহ তিন তক্ষক পাচারকারী আটক করেছে গজালিয়া ফাঁড়ির পুলিশ।
রবিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার গজালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাইশপারি রাস্তার মাথা থেকে বিশেষ অভিযানে, বিরল প্রজাতির ৫ টি তক্ষকসহ তিন তক্ষক পাচারকারী আটক করে ।আটকৃতরা হলেন গজালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোহাম্মদ পাড়ার মৃত বিল্লাল এর ছেলে মো. নুরুজ্জামান (২৫), ঝালকাঠি জেলার নলচিটি থানার কামদের পুর এলাকার মো. খালেক হাওলাদার এর ছেলে মো. খাইরুল হাওলাদার ও ঝালকাঠি জেলার নলচিটি থানার কামদের পুর এলাকার মুজে আলী হাওলাদার এর ছেলে মো. আলকাছ হাওলাদার। এই তক্ষক উদ্বারের বিষয়ে জানতে চাইলে গজালিয়া পুলিশ ফাঁড়ির আইসি (পুলিশ পরিদর্শক) বিল্লাল সিকদার জানান যে, ইউনিয়নের মোহাম্মদ পাড়া হতে স্থানীয় ও বাহিরের কিছু লোক মিলে কয়েকটি তক্ষক পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এএসআই রিন্টু দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৫টি বিরল প্রজাতির তক্ষক (টক্কর) পাওয়া যায়। ৬ সেপ্টেম্বর রাতেই ৫টি তক্ষকসহ তিন পাচারকারীকে লামা থানায় হস্তান্তর করা হয়েছে। এই উদ্ধার অভিযানের বিস্তারিত অনুসন্ধান করতে গিয়ে লামা থানা
পুলিশ অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান যে, তাদের বিরুদ্ধে থানায় ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা করা হয়েছে।