নিজস্ব প্রতিনিধি, উত্তরবঙ্গঃ বৈশিক মহামারী করোনা ভাইরাস বিজয়ী এবং সেবা প্রদানকারী ডাক্তার, নার্স, পুলিশ, সাংবাদিক,ব্যাংকারসহ সকল সম্মুখ যোদ্ধাদের সম্মানে আজ মঙ্গলবার টিএমএসএস ফাউন্ডেশন অফিস ঠেঙ্গামারা বগুড়ায় করতালি কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ঢাকা-রংপুর মহাসড়কে বাঘোপাড়া টিএমএসএস ফার্নিচার সেকশন থেকে নওদাপাড়া হোটেল মম ইন গেট পর্যন্ত সংস্থার সকল কর্মকর্তা কর্মচারী, টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীগণ সামাজিক দুরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরে বিকাল ৪.৫৯টা থেকে ৫টা পর্যন্ত ১ মিনিট করতালির মাধ্যমে সারাদেশ ও সারা বিশ্বের সকল করোনা বিজয়ী এবং সেবাদানকারী সম্মুখ যোদ্ধাদের সম্মানিত করেন।
এ সময় আরও অংশ গ্রহণ করেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আ.ন.ম রেজাউল করিম,টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, সাবেক যুগ্ম-সচিব ও টিএমএসএস এর পরামর্শক মোঃ নাজমুল হক,পরামর্শক মোঃ শামছুল আলম, টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমান,পরিচালক ও চিফ প্রোগ্রাম সেক্টর মোঃ জাকির হোসেন, পরিচালক মোঃ আব্দুস সালাম, পরিচালক শাহজাদী বেগমসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।