নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জে করোনায় প্রথম ব্যক্তি হিসেবে করোনা ভাইরাসমুক্ত হয়েছেন আব্দুর রশীদ নামে সাবেক এক ইউপি সদস্য।আব্দুর রশীদের বাড়ি ইটনা উপজেলার সদর ইউনিয়নের বেতেগা গ্রামে।
কিশোরগঞ্জে শুক্রবার (২৪ এপ্রিল) পর্যন্ত মোট ১৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন।
গত ১০ এপ্রিল তাঁর কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে। তিনি গত ১৬ এপ্রিল থেকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আইসোলেশনে ছিলেন।
পর পর দুটি নমুনা পরীক্ষায় আব্দুর রশীদের কোভিড-১৯ নেগেটিভ আসায় শনিবার (২৫ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গত ৯ এপ্রিল আব্দুর রশীদের নমুনা পরীক্ষার জন্য ঢাকার আইপিএইচ এ পাঠানো হয়েছিল। পরদিন ১০ এপ্রিল পাওয়া রিপোর্টে তার কোভিড-১৯ পজেটিভ আসে।
উল্লেখ্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে ২৮জন কোভিড-১৯ পজেটিভ রোগী ভর্তি রয়েছেন।