নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড গত জুলাই মাসেই ভ্যাকসিন আবিষ্কারের কথা দাবি করেছিল। সব ঠিকঠাক থাকলে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারিতে আসবে গ্লোবের ভ্যাকসিন, এমনটিই দাবি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির।
গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ডা. আসিফ মাহমুদ বলেন, অ্যানিম্যাল ট্রায়ালে যা আশা করছিলাম, সেরকমই ফল পাচ্ছি। চলতি মাসের মধ্যেই হিউম্যান ট্রায়ালে জন্য আবেদন করবো।
ডা. আসিফ মাহমুদ বলেন, চলতি মাসের মধ্যে আমরা হিউম্যান ট্রায়ালের জন্য আবেদন করবো। এরপর বিএমআরসি (বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল) কত দ্রুত আমাদের অ্যাপ্রুভাল দেবে, আমাদের প্রটোকল অনুযায়ী সবকিছু যদি হয়, তাহলে বলতে পারি চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারির শুরুতে আমরা ভ্যাকসিন বাজারে আনতে পারবো। সবকিছু যদি ঠিকঠাক হয় তাহলে সেটাই আমাদের পরিকল্পনা রয়েছে। তবে পুরোটা আমাদের হাতে নেই, বিএমআরসি, সরকারসহ অনেক বিষয় জড়িত।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. হারুন উর রশীদ জানান, আমরা হিউম্যান ট্রায়ালে যাচ্ছি আগামী ২০ সেপ্টেম্বরের ভেতরে। অ্যানিম্যাল ট্রায়াল সফল হয়েছে কিনা প্রশ্নে তিনি বলেন, আমরা শতভাগ সফল।
এর আগে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড জানিয়েছিল, ডিসেম্বরেই আসতে পারে তাদের ভ্যাকসিন। গত ২ জুলাই প্রতিষ্ঠানটি দেশে প্রথম ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয়। সেদিন তারা জানায়, গত ৮ মার্চ তারা এই টিকা আবিষ্কারের কাজ শুরু করেন এবং সব পর্যায়ের কাজ শেষ করতে পারলে আগামী ৬ থেকে ৭ মাসের মধ্যে এই টিকা বাজারজাত করা যাবে।