কিশোরগন্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে খাদ্য বান্ধব ( ও.এম.এস ) কর্মসূচির ২৫ বস্তা চালসহ আব্দুর রহিম নামে এক চালকল মালিককে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
আটকৃত আাব্দুর রহিম নরসিংদী জেলার বেলাবো উপজেলার লোহাজরি কান্দা গ্রামের মৃত মহের আলীর ছেলে ।
গতকাল শনিবার ( ২৫ এপ্রিল ) দিনগত রাতে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ডুমরাকান্দা এলাকা থেকে চালসহ তাকে আটক করা হয় । এ ঘটনায় আব্দুর রহিমের ‘মাহতীর অটো রাইসমিল’ ও চাল বিক্রির ডিলার মোঃ সাইফুল ইসলাম রতন মিয়ার গোডাউন সিলগালা করে দেয়া হয় ।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- ভৈরব ক্যাম্প কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে ও
স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথকে সাথে নিয়ে চাল ধরতে পৃথক স্থানে অভিযান চালায় র্যাব । পরে ডুমরাকান্দা বাজারে অভিযান পরিচালনা করে রহিমকে ১০ টাকা কেজির ১২ বস্তা চালসহ আটক করা হয় । জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যমতে তার মালিকানাধীন ‘মাহতীর অটো রাইসমিল’ থেকে আরও ৯ বস্তা চাল জব্দ করা হয় ।
রহিমের তথ্যের ভিত্তিতে ডুমরাকান্দা বাজারের ১০ টাকা কেজির সরকারী চাল বিক্রির ডিলার মোঃ সাইফুল ইসলাম রতনের কাছ থেকে সরকারী চাল কিনে রাখেন । সেই চাল বস্তা পরিবর্তন করে বাজারে চড়া দামে বিক্রি করা হয় । ডিলার রতনের গোডাউনে অভিযান চালিয়ে জব্দ করা হয় সরকারী আরও ৪ বস্তা চাল। এছাড়া ভূয়া সুবিধাভোগীদের নামে চাল কেনার ১৩ টি কার্ডও পাওয়া যায় । পরে সিলগালা করে দেয়া হয় হয় রতনের গোডাউন
জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা পক্রিয়াধীন আছে বলেও জানান সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।