প্রত্যয় ডেস্ক, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সচিবের জারিকৃত বিজ্ঞপ্তি বাতিল ও বাদপড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয সমূহকে জাতীয়করণের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপরে জেলা প্রশাসক কালেক্টরেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা প্রশাখার সভাপতি বাসন্তি রানী এবং সাধারণ সম্পাদক জোতিষ চন্দ্র বর্মন।
বক্তারা ৯ জানুয়ারি ২০১৩ তারিখে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা কর্তৃক একযোগে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন
জাতীয়করণকালে পরিসংখ্যান ভুলের কারণে দেশে ৪ হাজার ১৫৯টি বিদ্যালয় জাতীয়করণ হতে বাদ পড়েছে। অথচ তাদের মধ্যে ৬০১টি প্রাথমিক বিদ্যালয়ের দলিল রয়েছে এবং ৫০৬ টি প্রাথমিক বিদ্যালয় সমাপনী পরীক্ষায় নিয়মিত অংশ নেয়।সেই অনুযায়ী ১৩০০ বিদ্যালয় জাতীয়করনের জন্য উপজেলা ও জেলা যাচাই বাছাই শেষে মন্ত্রনালয়ে ফাইল পাঠানো হয়।
এদিকে ৬ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সচিব একটি বিজ্ঞপ্তি জারি করে যে, আর কোন প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের সুযোগ নেই।
এরই প্রতিবাদে জাতীয়করণের বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিক্ষুদ্ধ হয়ে পড়ে এবং মানববনন্ধন কর্মসূচি পালন করে।
বিক্ষোভকারীরা পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি দিয়ে তার হস্তক্ষেপ কামনা করেন।
রিপোর্টঃ বদরুল ইসলাম বিপ্লব