সেলিম সানোয়ার পলাশ, রাজশাহীঃ করোনাভাইরাসের কারনে রাজশাহী জেলা লকডাউন ঘোষণা করায় বন্ধ রয়েছে যানবাহন চলাচল। এর মধ্যে নগরীতে চলাচলকারী সব ধরনের অটো ও অটোরিক্সার চলাচলও বন্ধ করে দিয়েছে প্রশাসন। ফলে এই সেক্টরে খেটে খাওয়া মানুষগুলো হয়ে পড়েছে কর্মহীন।
কর্মহীন অটোচালকরা খাবারের দাবিতে আজ রবিবার (২৬ এপ্রিল) সকালে রাজশাহী মহানগরীর ৩নং ওয়ার্ডের দাশপুকুর বাইপাশ মোড়ে মানববন্ধন করেছে।
মানববন্ধন চলাকালে তারা বলেন, লকডাউনের ফলে অটো চালাতে না পেরে তাদের ঘরে এখন খাবার সংকট দেখা দিয়েছে। আবার অটোগুলোকে বসিয়ে রাখার কারণে ব্যাটারী নষ্ট হয়ে যাচ্ছে। আবার লুকোচুরি করে রাস্তায় নামলে পুলিশ সুঁচ দিয়ে তাদের যানবাহনের চাকা লিক করে দিচ্ছে। দাশপুকুর এলাকার অটোচালক মাহাবুব আলম (৫০) সহ মানববন্ধনে উপস্থিত আরো অনেক অটোচালক বলেন, প্রায় এক মাস হয়ে গেলেও কোন দিক থেকে তারা এখনো কোন প্রকার খাদ্যসামগ্রী পাননি। পাননি কোন সরকারি সাহায্য সহযোগিতা। ফলে সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তারা এখন মহাবিপদে পড়েছেন। মানববন্ধনে উপস্থিত অটোচালকরা জানান, ২০০টিওর বেশি অটোচালকের পরিবারে এখন খাবার নেই। তাই তার বাধ্য হয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছেন। অটোচালক শাহিন ও ওয়াসিমের নেতৃত্বে অটো ও অটোরিক্সাচালকরা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন থেকে অটোচালকরা নিয়ম মেনে রাস্তায় অটো ও অটোরিক্সা চালানোর অনুমতি প্রদানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে। অটোচালকরা তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করতে জেলা প্রশাসক ও স্থানীয় কাউন্সিলর এবং সিটি মেয়ররের হস্তক্ষেপ কামনা করেন।