দৈনিক প্রত্যয় ডেস্কঃ ঝিনাইদহের সদর উপজেলার চন্ডিপুর বাজারে মনোয়ার কাজী (৩৫) নামে এক ইজিবাইক চালককে পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে।
শনিবার ইফতারের কিছু সময় আগে এই ঘটনা ঘটে। স্থানীয়রা আহত ইজিবাইক চালককে শনিবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তিকরে। রবিবার সকালে আহত মনোয়ার কাজী ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানাগেছে,২৫ এপ্রিল (শনিবার) সন্ধ্যা ৬ টায় চন্ডিপুর বাজার থেকে ইজিবাইক চালিয়ে বাড়ি ফিরছিলো মানোয়ার কাজী। পূর্বশত্রুতার জেরে তুচ্ছ অজুহাতে বাক-বিতন্ডা শুরু করে স্থানীয় যুবলীগ নেতা জাবেদ ও নুরমোহাম্মদ এবং মিলন নামের তিন মিলে থাকে পিটিয়ে আহত করে।
ঘটনায় ভুক্তভোগী মনোয়ার কাজী বলেন, পূর্ব থেকেই আমার কাছে চাঁদা দাবী করে আসছে জাবেদ। গতকাল তুচ্ছ ঘটনা কেন্দ্র করেই আমার উপর হামলা করে। লোকজন না এগিয়ে আসলে আমাকে প্রাণে মেরে ফেলতো ওরা। প্রত্যক্ষদর্শিরা জানান, গায়ে পাড়া দিয়ে ঝগড়া বাধিয়ে মনোয়ারকে মারলো জাবেদরা।
করোনার কারণে বন্ধ রয়েছে সকল প্রকার যানবাহণ। ইজিবাইক ব্যাটারি চালিত। বেশিদিন না চালিয়ে ফেলে রাখলে নষ্ট হয়ে যাবে ব্যাটারি। এই কারণে অনেকেই ইজিবাইক বেরকরে অল্প কিছু রাস্তা চালাচ্ছে। এই ঘটনা থেকেই তর্ককরে তাকে পিটিয়েছে ওরা।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান,অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে দ্রুত। এখন করোনা পরিস্থিতি পুলিশ ২৪ ঘন্টা কাজ করছে।’
দৈনিক প্রত্যয় /সারাদেশ /জাহিরুল মিলন