প্রত্যয় আন্তর্জাতিক ডেস্কঃ কোয়ারেন্টিন সেন্টারে অবস্থানরত মাঝবয়সী এক নারীকে গণধর্ষণ করা হয়েছে। ভারতের রাজস্থানে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, একমাসেরও বেশি সময় ধরে ভারতে চলমান লডডাউনে বিপাকে পড়েছেন দেশটির এক প্রদেশ থেকে অন্য প্রদেশে গিয়ে কাজ করা দিনমজুরেরা। ভুক্তভোগী ওই নারীও এরকম একজন দিনমজুর। লকডাউনে কাজ বন্ধ হয়ে যাওয়ায় তিনি বাড়ির পথে রওনা দেন।
কিন্তু না খেয়ে মাইলের পর মাইল হেঁটে পথ পাড়ি দেওয়ার পর বিপদে পড়ে থানায় গিয়ে পুলিশের সাহায্য চান ওই নারী। এরপর আশেপাশে কোনো কোয়ারেন্টিন সেন্টার না থাকায় থানার পাশের একটি স্কুলে তাকে কোয়ারেন্টিন করে রাখে পুলিশ। আর ওইদিনই স্কুলটিতে তিন ব্যক্তি তাকে ধর্ষণ করে বলে জানিয়েছে পুলিশ।
রাজস্থানের বাতোদা থানার প্রধান সীতারাম মিনা বলেন, ‘ওই নারী জয়পুরে কাজ করতেন। পায়ে হেঁটে আসার পর আমাদের জানালে আমরা তাকে স্কুলে থাকার ব্যবস্থা করি। সেখানেই তিনি গণধর্ষণের শিকার হন।’
এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে সীতারাম মিনা বলেন, ‘তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।’
দৈনিক প্রত্যয়/ আন্তর্জাতিক/ জাহিরুল মিলন