প্রত্যয় ডেস্ক: ইউরোপীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা অক্সফোর্ড ইউনিভার্সিটি ও ফার্মা জায়ান্ট আস্ট্রাজেনেকার করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের ত্বড়িৎ পর্যালোচনা শুরু করতে যাচ্ছে। এতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, অঞ্চলটিতে প্রথম অনুমোদন পাওয়া ভ্যাকসিন হতে পারে এটি। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এখবর জানিয়েছে।
ইউরোপীয় ওষুধ সংস্থা (ইএমএ) ঘোষণা দিয়েছে, তারা তথাকথিত ‘রোলিং রিভিউ’ শুরু করতে যাচ্ছে। এমন পদক্ষেপ সাধারণত স্বাস্থ্যজনিত জরুরি পরিস্থিতিতে গ্রহণ করা হয়। এর মধ্য দিয়ে কোনও ভ্যাকসিন বা ওষুধ উদ্ভাবনের প্রক্রিয়ায় থাকলেও ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য পর্যালোচনা করে থাকে নিয়ন্ত্রক সংস্থা। এর ফলে অনুমোদন প্রক্রিয়া দ্রুততর হয়।
গত মাসে ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেওয়া এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা স্থগিত করা অক্সফোর্ড ভ্যাকসিনের জন্য এটি বড় ধরনের অগ্রগতি বলে ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইএমএ জানিয়েছে, প্রাথমিক তথ্যের ভিত্তিতে এই পর্যালোচনা শুরু করা হচ্ছে। তবে এর অর্থ এই নয় যে, ভ্যাকসিনের নিরাপত্তা ও কার্যকারিতা সম্পর্কে কোনও সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে।
আস্ট্রাজেনেকার এক মুখপাত্র জানিয়েছেন, তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন এবং ইএমএকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে পাওয়া মাত্র। বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। ইউরোপজুড়ে আবারও করোনায় সংক্রমণের হার দ্রুত বাড়ছে।