নিউজ ডেক্স:
সময়মত সুদের টাকা পরিশোধ করতে না পারায় নেত্রকোনায় বৃদ্ধসহ কয়েকজন মারধরের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ওমরগাও গ্রামে। আহতরা সবাই কলমাকান্দা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আাছে।ফেইসবুকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে সমালোচনার ঝড় উঠে। মনিরুল ইসলাম ঋণ গ্রহীতার ছোট ভাই।
বিষয়টি নিয়ে সে তার ফেইসবুকে লিখে, আমার বাড়ি কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ওমরগাও গ্রামে। আমার বড় ভাই একজন সাধারণ ব্যবসায়ী। কিছুদিন আগে প্রতিবেশী সাইজুল মিয়া নামের একজনের কাছ থেকে ৮০ হাজার টাকা সুদে ঋণ নেয়। এতদিন ঠিক মত এই টাকার সুদ দিয়ে আসলেও সম্প্রতি করোনা বিপর্যয়ের ফলে মাসিক সুদের টাকা পরিশোধ করতে পারছিলেন না।
এই পরিস্থিতিতে সুদের লাভের টাকার জন্য চাপ দিতে শনিবার ঋণদাতা সাইজুল মিয়া আমাদের বাড়িতে আসে। তখন আমরা ৩ ভাই নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এই সময় তারা সুদের টাকার জন্য আমার বড় ভাইকে চাপ দেয়। একপর্যায়ে সুদের টাকা পরিশোধ না করে নামাজ পড়তে আমাদেরকে বাধা দেয়। আমি নামাজ পড়তে পারিনি।
কোন মতে বড় ভাই নামাজ পড়ে সুদ পরিশোধ করার জন্য কয়দিন সময় চায়। কিন্ত পাওনাদার সাইজুল মিয়া পাওনা টাকা না দিলে টুপি খুলতে দিবেনা বলে জানায়। এক পর্যায়ে আমার ভাই জানায় এখন আমাকে মারলেও টাকা বের হবেনা। ঋণদাতা তখনি বলে তরে মেরেই টাকা নিব এই বলে সাইজুলের ভাইয়েরা সহ আমাদের উপর হামলা চালায়। তারা আমাদের ঘর ভাংচুর ও আমাদের ঘরের ইফতারিগুলো নষ্ট করে দেয়।
পরে আমরা ৯৯৯ এ কল দিলে কলমাকান্দা থানা পুলিশ নিজের চোখে তাদের এই দৃশ্য দেখে যায়। পরে পুলিশ চলে যাওয়ার পর পুলিশ খবর দিয়েছি বলে প্রাণে মেরে ফেলার হুমকি-ধমকি দেয় ও আমাদেরকে ইফতার পর্যন্ত করতে দেয়নি।
পরে রবিবার সকালে যখন আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম তখন তারা আমাদের বাড়ি ঘেরাও করে আমাদের উপর হামলা চালায়। ঘরের ঢুকার জন্য দরজা ভাংচুর করে আমাদের ব্যাপকভাবে মারধর করে। পরে এলাকার মানুষ এসে আমাদেরকে রক্ষা করে কলমাকান্দা উপজেলার হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।