তৌহিদুল ইসলাম রুবেলঃ ফুটবল নিয়ে কারিশ্মা দেখিয়ে আবারো গিনেস বুকে নাম লেখাতে সক্ষম হলেন ঝালকাঠির প্রতিভাবান যুবক আশিকুর রহমান জুবায়ের।
নেক থ্রো এন্ড ক্যাচেস ক্যাটেগরিতে ২য় বারের মতো গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস গড়লো ফ্রিস্টাইল ফুটবলার আশিকুর রহমান জুবায়ের। এবারে মাত্র ৩০ সেকেন্ডে ৩৩ বার নেক থ্রো এন্ড ক্যাচেস সম্পন্ন করে এ রেকর্ড অর্জন করেন। গিনেস বুকে এটা তার ২য় রেকর্ড।
এর আগেও তিনি সবচেয়ে বেশিবার ঘাড়ের ওপর ফুটবল নাচিয়ে ফ্রিস্টাইলের স্বীকৃতি পেয়েছেন ২৩ বছর বয়সী এই যুবক। গত (৩০ জুলাই) রবিবার তাকে প্রথম স্বীকৃতি দেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কমিটি।
এক মিনিটে ৬৫ বার ঘাড়ের ওপর ফুটবল নাচিয়ে জুবায়ের প্রথমবার তার নাম গিনেস বুকে লেখাতে সক্ষম হয়েছিল।
জুবায়ের বরিশাল বিএম কলেজের ম্যানেজমেন্ট বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। তার বাড়ি বরিশালের ঝালকাঠি শহরে।
গিনেস রেকর্ডের বিষয়ে আশিকুর রহমান জুবায়ের বলেন , নিজের খেয়াল থেকেই এগুলো করেছি। ছোটবেলাতে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতাম কিন্তু বাস্তবে তা সম্ভব হয়নি। তবে ইচ্ছা ছিল আলাদা কিছু করবো। যার কারণে ফুটবলকেই বেছে নিলাম এটা নিয়ে নিয়মিত প্রাকটিস করেছি । এ ক্ষেত্রে আমার কোন প্রশিক্ষক ছিল না।বাস্তব জীবনে প্রবল ইচ্ছা শক্তি আর মনোবল থাকলে অনেক অসম্ভব কে সম্ভব করা যায়। আমি দু,দুইবার গিনেজ রেকর্ড অর্জন করতে সক্ষম হয়েছি। এ রেকর্ড শুধু আমার না দেশের ও বটে। পৃষ্ঠপোষকতা ও উৎসাহ পেলে ভবিষ্যতে আরও ভালো কিছু করার চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ । পৃষ্ঠপোষকতা পেলে অনেকেই এর প্রতি ঝুঁকবে আশা করি।
তৌহিদুল ইসলাম রুবেল, পিরোজপুর, বরিশাল।