রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা
থেকে ৩৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজের
(রামেক) করোনাভাইরাস পরীক্ষা ল্যাবে এসেছে। ৩৩টি নমুনার মধ্যে রয়েছে
রাজশাহী জেলার ১টি, বগুড়ার ৫টি, নওগাঁর ১৫টি, জয়পুরহাটের ১০টি ও নাটোরের
২টি। তথ্যটি নিশ্চিত করেছেন রামেকের করোনাভাইরাস পরীক্ষা ল্যাবের প্রধান
প্রফেসর ডা. সাবেরা গুলনেহার। আজ রবিবার এই নমুনাগুলো পরীক্ষা করা হবে।
তিনি জানানা, রবিবারের ৩৩টি নমুনা পরীক্ষা সম্পন্ন হলে ল্যাবটিতে
এপর্যন্ত মোট ৫৯টি নমুনা পরীক্ষা করা হবে। নমুনা ল্যাবে আসার পর তা
প্রসেস করে টেস্ট সম্পন্ন করা পর্যন্ত মোট ৪ থেকে ৫ ঘন্টা সময় লাগছে। এর
পর প্রাপ্ত গ্রাফ অনলাইনে ঢাকার আইইডিসিআরে পাঠান হচ্ছে।
রাজশাহী মেডিকেল কলেজের করোনা পরীক্ষা ল্যাবে ৬টি টিম কাজ করছে। প্রতিটি
টিমে চিকিৎসক ও টেকনোলজিস্টসহ ৫ জন করে সদস্য রয়েছে।
লেখক:সেলিম সানোয়ার পলাশ
রাজশাহী।
০৫/০৪/২০২০