কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে অবরসপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে, এই হত্যাকাণ্ড পরিকল্পিত নাকি তাৎক্ষণিক? এই একটি প্রশ্নের উত্তর এখনও মেলাতে পারেনি তদন্তকারীরা। এই প্রশ্নের উত্তর মিললেই আগামী মাসে আদালতে চার্জশিট জমা দিতে চায় মামলার তদন্ত সংস্থা র্যাব। তবে সিনহার পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
নিজের সাজানো গোছানো ঘর। থরে থরে সাজানো বই। সবই আছে আগের মত। শুধু নেই এই ঘরের বাসিন্দা অবসরপ্রাপ্ত মেজর সিনহা। টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে পুলিশের গুলিতে নিহত ছেলের স্মৃতি গুলো যত্ন করে সাজিয়ে রেখেছেন মা।
সন্তান হত্যার সঠিক বিচার হবে, বন্ধ হবে সব ধরণের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এই আশায় বুক বেধে বসে আছেন মা-বোনসহ পরিবারের সবাই। টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের আলোচিত সেই হত্যাকাণ্ডের আড়াই মাস পেরিয়ে গেছে। মামলার তদন্ত সংস্লিষ্টরা বলছেন, তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে, ঘটনা পরিকল্পিত নাকি তাৎক্ষণিক এই প্রশ্নের উত্তর খুঁজছে তারা।
মামলার প্রধান আসামি টেকনাফ থানার তৎকালিন ওসি প্রদীপসহ ১৪ জন গ্রেফতার রয়েছে। ওসি প্রদীপ ও কনেস্টবল রুবেল ছাড়া বাকি সবাই আদালতে স্বীকাক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।