সেলিম সানোয়ার পলাশ, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর গোদাগাড়ীতে বানিজ্যিক বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে সুদের নামে প্রতারনার মাধমে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে গোদাগাড়ীতে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নেসকো। নেসকো কৌশল করে বিদ্যুৎ বিল প্রদানের শেষ তারিখ অতিবাহিত হওয়ার ২ থেকে ৩ দিন পরে গ্রাহকদের কাছে পৌছাচ্ছে বিদ্যুৎ বিলের কপি। গ্রাহকরা বিলের কাপ হাতে পাওয়ার পর দেখে যে, বিদ্যুৎ বিল প্রদানের তারিখ ২ দিন আগে শেষ হয়ে গেছে। গ্রাহকরা তাড়াহুড়া করে বিল প্রদান করতে গেলে মুল টাকার সাথে সুদের টাকাও কেটে নিচ্ছে নেসকো। এই ভাবে প্রতারনা মাধ্যমে হাজার হাজার টাকা বানিজ্যিক বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে নেসকো, গোদাগাড়ী।
গোদাগাড়ী উপজেলার পিরিজপুর মোড়ের ফটোস্ট্যাট দোকানের মালিক মাসুদ রানা সনি বলেন, আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে দোকানের বিদ্যুৎ বিল পাই। বিল পাওয়ার পর দেখি ২৭ এপ্রিল বিদ্যুৎ বিল দেওয়ার সময় পার হয়ে গেছে। বিল দিতে গিয়ে দেখি মুল টাকার সাথে সুদের টাকা কেটে নিচ্ছে। আমার দোকানের বিদ্যুৎ বিল এসেছে ১ হাজার ২শ” ৫১ টাকা। বিল দিতে গিয়ে সুদ লাগছে ৫৮ টাকা। কোরনা ভাইরাসের কারনে গোদাগাড়ী উপজেলা লগডাউন থাকায় ১ মাস ধরে দোকান বন্ধ। নাই কোন প্রকারের আয়। তারপরও বিদ্যুৎ বিলে সুদের টাকা দিতে হচ্ছে।
একই মোড়ের লেদ কারখানার মালিক খোকন, হোটেল মালিক সাইফুল ও মুদিদোকানদার বাবলুসহ আরো অনেকেই একই অভিযোগ করে বলে,নেসকো বিদ্যুৎ বিল দেরী করে দিয়ে প্রতারনার মাধ্যমে সুদের নামে হাজার হাজার টাকা গ্রহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে।
এ বিষয়ে নেসকো গোদাগাড়ী অফিসের নিবার্হী প্রকৌশলী আবুল হোসেন মন্ডলের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, বানিজ্যিক গ্রাহকদের সুদ দিতে হবে। বাসাবাড়ীর জন্য সুদ দিতে হবে না। তিনি বলেন, কোরনা ভাইরাসের জন্য এ মাসে বিল সময় পার হয়ে গ্রাহকদের কাছে পৌছিয়েছে। এক প্রশ্নে জবাবে তিনি বলেন, সুদের বিষয়টি নেসকোর। তবে আগামী মাসে এটা হবে না, সময় মত বিদ্যুৎ বিল গ্রহকদের কাছে পৌছিয়ে যাবে।