প্রত্যয় ডেস্ক, গাজী মো.তাহেরুল আলম, ভোলা বিশেষ প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের উদয়পুর রাস্তার মাথায় ফরিদের গ্রেজে ব্যাটারিচালিত বোরাক বিক্রি করতে এসে ৩ চোর আটক হয়েছে।
পুলিশ জানায়, লালমোহন থানার মামলা নং ১৩(১১)২০ ধারা ৩৭৯ দঃবিঃ সংক্রান্তে তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে বোরহান উদ্দিন থানা এলাকা হইতে চোরাই অটো গাড়ি সহ ৩ জন আসামী ১)রিপন বেপারী(২২) পিতা-সামসুদ্দিন বেপারী সাং চরসকিনা ৪ নং ওয়ার্ড, ২) মোঃ রাকিব (২৩) পিতা-আঃ খালেক সাং বালুরচর ৭ নং ওয়ার্ড, ৩) মোঃ শাকিল পিতা – মাষ্টার ঢালী সাং বালুরচর ৬ নং ওয়ার্ড সর্ব থানা -লালমোহন জেলা ভোলা, গ্রেফতার করেন।
সুত্র জানায়, প্রথমে বোরহানউদ্দিনের স্থানীয় কতিপয় ব্যক্তি উল্লেখিত ব্যক্তিদের বোরাকসহ তাদেরকে আটক করেন। পরে আটক তিনজনকে মনিরাম বাজারে হারুন মেম্বারের অফিসে নিয়ে আসেন তাদেরকে। আটক শাকিল, রিপন ও রাকিব বলেন, আমরা লালমোহন মিঠাই বাজার থেকে মঙ্গলবার সন্ধ্যায় বোরাকটি চুরি করি। রাতে বোরহানউদ্দিন বাজার এলাকায় রাখি। বুধবার বিকালে উদয়পুর রাস্তার মাথায় ফরিদের গ্যারেজে বোরাকটি বিক্রি করতে আসি। পরে ফরিদ আমাদেরকে স্থানীয়দের হাতে তুলে দেয় ।
উদয়পুর রাস্তার মাথার বোরাক গ্যারেজের দোকান মালিক ফরিদ বলেন, তারা আমার দোকানে বোরাকটি বিক্রি করতে আসে। বোরাকটি কোথায় পয়েছেন আমি তাদেরকে জিজ্ঞাসা করলে তারা চুরি করে এনেছে আমাকে বলেছে। তখন আমি বোরাকটিসহ তাদেরকে স্থানীয়দের হাতে তুলে দেই।
স্থানীয় হারুন মেম্বার বলেন, “আমার অফিসে স্থানীয়রা ৩ বোরাক চোর নিয়ে আসে। আমরা তাদেরকে জিজ্ঞাসাকরি। তারা বোরাক চুরি করার কথা স্বীকার করেন। আমরা বোরহানউদ্দিন থানায় খবর দেই। পরে পুলিশের কাছে ৩ চোর সহ ব্যাটারীচালিত বোরাক হস্থানান্তর করি।”
উল্লেখ্য, ভোলার লালমোহন, বোরহানউদ্দিন এলাকায় সম্প্রতি বোরাক ও মটরসাইকেল চুরি বেড়ে গেছে।