1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

বড় পতনে সপ্তাহ শুরু, চার মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ২১৫ Time View

প্রত্যয় নিউজ ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২২ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের বড় পতন হয়েছে। সেই সঙ্গে দেখা দিয়েছে লেনদেন খরা। ডিএসইতে চার মাসের মধ্যে লেনদেন কমে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

এদিন লেনদেনের শুরু থেকেই শেয়ারবাজারে নিম্নমুখী প্রবণতা দেখা দেয়। প্রথম আধাঘণ্টার লেনদেনেই ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট পড়ে যায়। লেনদেনের শেষ দিকে পতনের মাত্রা বেড়ে যায়। ফলে দিনের লেনদেন শেষে বড় পতনে রূপ নেয় সূচক।

দিনের লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪১ পয়েন্ট কমে ৪ হাজার ৮৪৫ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ১ হাজার ১২৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৬৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

মূল্য সূচকের এই বড় পতনের দিনে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৬৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৯৪টি এবং ৮৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

বাজারটিতে লেনদেন হয়েছে ৪৯৫ কোটি ৫৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৮৫ কোটি ৩১ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৮৯ কোটি ৭৮ লাখ টাকা।

শুধু আগের দিনের তুলনায় ডিএসইতে লেনদেন কমেনি। প্রায় চার মাস পর বাজারটিতে পাঁচ’শ কোটি টাকার কম লেনদেন হয়েছে। এর আগে গত ২৯ জুলাই ডিএসইতে ৩৯৯ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়। এরপর রোববারের আগে পাঁচ’শ কোটির কম লেনদেন হয়নি।

লেনদেন কমার দিনে টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা শেয়ার। কোম্পানিটির ৪৩ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ১২ কোটি ৬৯ লাখ টাকার লেনদেন হয়েছে। ১০ কোটি ৫৩ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে এডিএন টেলিকম।

এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে, প্যারামউন্ট ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, এসএস স্টিল, কাশেম ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, গ্রামীণ ওয়ান : স্কিম টু, প্রভাতী ইন্স্যুরেন্স এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ১০৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১৬ কোটি টাকা। লেনদেনে অংশ নেয়া ২৪১টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪৯টির এবং ৪৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..