বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ একবিংশ শতাব্দীতে আয়ুর্বেদ ভাবনা শীর্ষক এক সেমিনার ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে।
ভেষজ উন্নয়ন সমাজ কল্যাণ সমিতি, বাংলাদেশ দেশীয় চিকিৎসক উন্নয়ন সমিতি ও বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিক্যাল অ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শনিবার সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে কবিরাজ মো: আহসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড.মুহাম্মদ শফিকুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ওষুধ প্রশাসনের সহকারি পরিচালক শরিফুল ইসলাম মোল্লা, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. জিপি শাহা, প্রাচী’র নির্বাহী সদস্য মোখলেসুর রহমান, প্রভাষক ও কবিরাজ মো:আব্দুল মোতালিব, আতিকুর রহমান, আলহাজ্জ হাকিম মো:দিদর আলী, ডা.সালেহ মো: আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকার আয়ুর্বেদিক চিকিৎসক ও কবিরাজগন উপস্থিত ছিলেন।
বক্তারা, মানুষের রোগ ব্যাধি নিরাময়ে আয়ুর্বেদিক চিকিৎসার গুরুত্ব তুলে ধরে একবিংশ শতাব্দিতে তা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানানো হয়।